শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:৫৪ অপরাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬.০১.২১ইং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন প্রান্তে তিনটি স্বতন্ত্র অটো ষ্ট্যান্ড নির্মাণের দাবিতে ও চলাচলে বাধা প্রদান, চাঁদা দাবিসহ নির্যাতন-নীপিড়ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অটোচালক ও শ্রমিকরা।
সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার কলেজ মোড়ে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি ভূরুঙ্গামারী শাখার আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন অটো শ্রমিক সোসাইটির সভাপতি শহিদুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল হাই, আপেল শিকদার, মোস্তাফা, নির্যাতনের শিকার আব্দুল খালেক, মানু ও খোকা প্রমুখ। মানববন্ধনে বক্তারা তাদের সমস্যা দ্রুত সমাধানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।