শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:০৬ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ তারিখ-৩০.১০.১৯ইং
কুড়িগ্রাম সদরের মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ ম্যাধমিক শাখা এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। বুধবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, পরিচালনা কমিটির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক আব্দুর রশীদ, মঞ্জুমান আরা প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৯৩ সালে স্থাপিত মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ১৯৯৫ সালে মাধ্যমিকের পর্যায়ের এমপিও হয়। তারপর থেকে ভালো ফলাফল ও সকল শর্ত পূরণ করেও এবারে উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিও থেকে বাদ পরে প্রতিষ্ঠানটি। বর্তমানে ২২০ জন শিক্ষার্থী রয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটি এমপিও আওতায় নিতে পূনর্বিবেচনা করার দাবী জানান বক্তারা।