বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:০৪ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন,কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ- ১১.১২.১৯ইং
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে নীলকণ্ঠ গ্রামে মঙ্গলবার মধ্য রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ পরিবারের ১৭টি ঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে এবং আগুনে পুড়ে মারা গেছে ৩টি গরু। আগুন লাগার প্রায় ৪ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী ও ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, বুধবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে হামিদ মিয়ার বাড়ী থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আব্দুর রশীদ ও হামিদসহ তার প্রতিবেশী আরো ৪জনের ১৭টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়। আগুনে পুড়ে মারা যায় হামিদের ৩টি গরু। এছাড়াও ৬ পরিবারের প্রায় ২শ’মন ধান ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়। এরপর এলাকাবাসীরা আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে সর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, রাত পৌণে দুইটায় আগুন লাগানোর খবর পেয়ে আমরা সেখানে গিয়ে নিয়ন্ত্রণ করি। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন জানান, অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেছি, ক্ষয়ক্ষতি নিরুপণ সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।