বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৬ অপরাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ-২৩.১১.১৯ইং
কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করা হয়। এ কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সহ-সাধারন সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব হোসেন, কৃষক দলের আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারন সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী জানান।