শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:১৮ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন,কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ-১৬.১২.১৯ইং
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল আটটায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,দোয়া মাহফিল এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো:জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে কলেজ মোড়ে জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার বিজয় স্তম্ভে একে একে পুষ্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন,জেলা আওয়ামী লীগ ও কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাস্কৃতিক সংগঠন। এসময় জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন প্রমুখ। এরপর সকাল দশটায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।