বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:৩৫ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি : ১৪.১২.১৯ইং
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুড়িগ্রাম ঠাঁটমারী বধ্যভূমিতে পাকহানাদার বাহিনীর হাতে নির্মম হত্যার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু শহিদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করেন। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজার রহমান সাজু, আব্দুস ছালাম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আব্দুল মোত্তালেব প্রমুখ।