বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:১৭ অপরাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ-২০.১১.১৯ইং
কুড়িগ্রামে ৩ উপজেলায় লবনের দাম বৃদ্ধির দায়ে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে ৭৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলার ভুরুঙ্গামারীতে ২জনকে ৫৫হাজার, নাগেশ্বরীতে ১জনকে ৫হাজার ও চিলমারীতে ১জনকে ৩হাজারসহ পৃথকভাবে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আদালত সুত্রে জানা যায়, জেলার ভূরুঙ্গামারীতে লবনের কৃত্রিম সংকট তৈরী করে চড়ামূল্যে লবন বিক্রি করায় ব্যবসায়ী মবিদুল ইসলামকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় দেওয়ানের খামার বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী ভ্রাম্যমান আদালতে এ রায় দেন। গ্রেফতারকৃত ব্যবসায়ী মবিদুল ইসলাম ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত: ওমর আলীর পূত্র। ব্যবসায়ী মবিদুল ইসলাম জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করেন। অনুরুপভাবে নাগেশ্বরী ও চিলমারীতেও উপজেলা নির্বাহী অফিসারগণ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন জানান, জেলার ৩ উপজেলার ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসায়ী ৩৫ টাকার লবন ৬০ টাকায় বিক্রি করার অভিযোগে জরিমানা করা হয়।