সোমবার, ০১ মার্চ ২০২১, ১১:১০ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন,কুড়িগ্রাম প্রতিনিধি : তারিখ- ১২.১২.১৯ইং
শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলা দূর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই। এসব কথা বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে এসে এসব বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, দূর্ণীতির অভিযান সারা দেশে চলমান রয়েছে। দেখে শুনে সব দূর্ণীতিবাজকে গ্রেপ্তার করা হবে। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক। কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। এর আগে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারী কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী পর্বে আওয়ামীলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্ধ। দুপুর আড়াইটায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হবে।