শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন,কুড়িগ্রাম প্রতিনিধি :তারিখ-১৮.১১.১৯
কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের এ কমিটি বিলুপ্ত করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সাথে নতুন কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি জেলা সম্মেলনের মাধ্যমে রকিবুজ্জামান রাকিবকে সভাপতি এবং রাকিবুজ্জামান রনিকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের জেলা কমিটি গঠন করা হয়। কিন্তু দেড় বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়।