সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ন
দেলোয়ার ইবনে হোসেননোয়াখালী প্রতিনিধিঃ সোশ্যাল ইসলামি ব্যাংক এর উদ্যোগে কৃষি যন্ত্রাংশ ক্রয়ে ৪ পার্সেন্ট মুনাফায় সয়াবিন চাষে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত হয়ছে । সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর আয়োজনে ১১ ডিসেম্বর (বুধবার বেলা ১১ টায়) সুবর্ণচর উপজেলা হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম ইবনুল হাসান ইভেন, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মো: শহীদুল ইসলাম। এআইবিএল উপ ব্যবস্থাপনা পরিচালক মো:সিরাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এআইবিএল নোয়াখালী মাইজদী শাখা ব্যাবস্থাপক মো: আবদুস শহিদ ।
সফল প্রকল্পের মাধ্যমে উচ্চ ফলনশীল,স্বল্প মেয়াদি এবং উন্নত জাতের সয়াবিন চাষ বিষয়ক ভিএনপি ট্রাক্টর কৃষ দের মাঝে বিতরণ করা হয় । এসময় ট্রাক্টর বিতরণের উদ্ধোধন করেন নোয়াখালী জেলা প্রসাশক তন্ময় দাস।
উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই কৃষি ব্যবসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজারসহ সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সমাজ সেবক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক তন্ময় দাস তার বক্তব্যে বলেন, কৃষকরাই হলো বাংলার প্রান তাদের কারনেই আমরা খেতে পারছি, অতিরিক্ত সয়াবিন চাষ হলে কৃষক যেন ন্যায্য দাম পায় সে দিকে সলিডারিডাড খেয়াল রাখতে হবে। ক্রয়ে ৪ পার্সেন্ট মুনাফার বেশী যেন কৃষকদের কাছ থেকে নেয়া না হয়। কৃষকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাষাবাদ করলে দেশে খাদ্য সংকট আরো কমে যাবে, বেশী ফসলে উপকৃত হবে কৃষকরা। পরে ১৪৩ জন কৃষককে ৭৬ লাখ ৪৪ হাজার টাকা ও ১৬ জন কৃষককে ভিএমপি ট্র্যাক্টর দেয়া প্রধান করা হয়।