শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:৪২ অপরাহ্ন
আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দশম সম্মেলনে অংশ নিতে বুধবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। ইতোমধ্যে অনেকেই সমাবেশ স্থলে পৌঁছেছেন। সকাল ১১টায় কৃষক লীগের সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কেন্দ্রীয় কমিটিসহ ৭৮টি সাংগঠনিক জেলার প্রায় সাত হাজার কাউন্সিলর ও নয় হাজার ডেলিগেট এ সম্মেলনে যোগ দেবেন। সূত্র: সময় টিভি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়াার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে র্যাব-পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কতামূলক অবস্থান নিয়েছেন। প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করাসহ একাধিক গ্রুপে বিভক্ত হয়ে কে কোথায় কী দায়িত্ব পালন করবেন তা জেনে ও বুঝে নিচ্ছেন।
সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশমঞ্চ তৈরিসহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত সময় কেটেছে কৃষক লীগের নেতাকর্মীদের। সম্মেলনকে কেন্দ্র করের সাজসাজ রব পড়ে গেছে। রাজধানীসহ সারাদেশে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্নভাবে প্রচার করেছেন নেতাকর্মীরা