বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৩ অপরাহ্ন
মনির হোসেনবরিশাল ব্যুরো: বাংলাদেশ কৃষিউন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভু-পরিস্থ পানি ব্যাবহারের জন্য রাবার ড্যাম নির্মান প্রকল্পের আওতায় ঝালকাঠির নলছিটি উপজেলার কালাধা কাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজাবাড়ীয়া আবসান এলাকায় মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কবির হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খাল খননের শুভ উদ্বোধন করেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওমীলিগের সহ সভাপতি মো: সিদ্দিকুর রহমান।তিনি বর্তমান সরকারের আধুনিকতার ছোয়া ও ডিজিটাল উন্নয়নের রুপরেখা তুলে ধরে বক্তব্য রাখেন।তিনি আরো বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার তাই এ অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটানোর প্রত্যায়ে কৃষকদের সুবিধার্থে সুদুর চীনদেশ থেকে আনা রাবার ড্যাম স্থাপন করছে।আরেক দিকে জলসায় পানি অপসাররেন জন্য পু:ন খাল খননের ব্যাপক কাজ করছে বর্তমান সরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বরিশাল( সওকা)বি,এডিসি প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী,ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: ফজলুল হক,অতিরিক্ত উপ-পরিচালক মো: খাইরুল ইসলাম,নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: ইসরাত জাহান মিলি প্রমূখ। এছাড়াও উক্ত অনুষ্টানে বিভিন্ন পেশা শ্রেণীর নেতা কর্মি এবং এলাকার সুবিধাভোগী কৃষক-কৃষানীরা উপস্তিত ছিলেন।