সোমবার, ০৮ মার্চ ২০২১, ০২:১৫ পূর্বাহ্ন
শোকবাণী
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক রাশেদুল ইসলামের সম্মানিতা মাতা রেজিয়া বেগমের এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড.মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম বলেন, তিনি আজ দুপুরে ২ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেরপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবকের স্নেহ ও দিকনির্দেশনা থেকে বঞ্চিত হলো। ইসলামী আন্দোলনের প্রতি তার অকৃত্তিম ভালবাসা ও উৎসাহ ছাত্রশিবির নেতাকর্মীরা কোন দিন ভুলবে না। তার ইন্তেকালে ছাত্রশিবিরের সকল জনশক্তি শোকাহত।
আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।