বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১০:২৭ অপরাহ্ন
সোমবার রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, ২৬ থেকে ৫৫ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে আরো ১৮ রোগী শনাক্ত করা হয়েছে।
এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলে এ স্বাস্থ্য কর্মকর্তা জানান।