মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ন
এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে জাতীয় বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আজমল হক, অফিসার ইনচার্জ আঃ মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা শাহ ও সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
পরে উপজেলা বৈশাখী চত্বরে বিজ্ঞান মেলায় অংশ নেয়া উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন আগত অতিথি ও দর্শনার্থীরা।