বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৮ অপরাহ্ন
এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।
১৬ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,পিআইও মাজহারুল ইসলাম।
উদ্বোধনী দিনে উপজেলার মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় এবং পর্যায়ক্রমে সকল ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানায় উপজেলা নির্বাচন অফিস।