রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৪:৫০ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: হাট-বাজার থেকে চামড়া কেনা শুরু করেছে ট্যানারি মালিকরা। গত ২১ আগস্ট বুধবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের ঐতিহ্যবাহী ও উত্তরাঞ্চলের বৃহত্তম কালিবাড়ী চামড়াহাটে দেখা যায়, ক্রেতার উপস্থিতি থাকলেও হাটে চামড়া এসেছে কম। তবে চামড়া দাম ভালো ছিল বলে জানিয়েছেন বেশ কয়েকজন বিক্রেতা। এ জন্য আগামী বুধবার হাটে আরও বেশি বেশি চামড়া আসবে বলে আশা করছে তারা। কালিবাড়ী চামড়াহাটে ঢাকা ও দেশের বিভিন্নস্থান থেকে আকিজ ট্যানারি, অ্যাপেক্স ট্যানারি, আরকে ট্যানারি, জহির লেদার, পান্না লেদার, ইউসুফ লেদারসহ ছোট-বড় ব্যবসায়িরা হাটে চামড়া কিনছেন। জহির লেদারের প্রতিনিধি আহসান আহম্মেদ বলেন, গরুর প্রতিটি বড় চামড়া ৯শ থেকে এক হাজার টাকায় কিনছেন। ছোট আকারের চামড়া প্রতিটি ৫শ থেকে ৬শ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাছাইয়ে বাদ পড়া প্রতিটি চামড়া বিক্রি হচ্ছে ২শ থেকে ৩শ টাকায়। কুড়িগ্রাম থেকে আসা চামড়া বিক্রেতা শহিদুল ইসলাম বলেন ৮শতটি চামড়া নিয়ে হাটে এসেছি। প্রতিটি চামড়া এক হাজার টাকায় বিক্রি করেছি। তবে বাছাইয়ে কিছু চামড়া বাদ পড়েছে। সারাদেশে চামড়ার দাম না থাকায় খুব ভয়ে ছিলাম। প্রতিটি চামড়া কেনার পর লবণসহ চামড়া থেকে মাংস ছাড়ানো, ধোয়া ও পরিবহন খরচ মিলে ২শ টাকা বাড়তি খরচ হয়েছে। চামড়ার দাম না পেলে পুঁজি হারিয়ে পথে বসতে হতো। তবে স্থানীয় ফড়িয়া মৌসুমি ব্যবসায়িরা কোরবানির চামড়া কিনে দাম না পেয়ে পুঁজি হারিয়েছেন। কালিবাড়ীহাট ইজারাদারের প্রতিনিধি হারুন মিয়া বলেন প্রতিবছর কোরবানি পরবর্তী সময়ে হাটে অর্ধলক্ষাধিক চামড়া আমদানি হয়ে থাকে। এবার বাজার হ-য-ব-র-ল হওয়ায় হাটে চামড়া এসেছে চার ভাগের একভাগ। দাম তুলনামূলক ভালো যাওয়ায় আগামী বুধবার হাটে চামড়ার ভালো আমদানি হবে বলে আশা করা হচ্ছে।