শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৬:২৭ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত মোত্তালেব হোসেন (৩৩) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোত্তালেব হোসেনের বাড়ী পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের। এর আগে বৃহ¯পতিবার রাতে ঢাকা-রংপুর মহা সড়কের পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণবন্দর এলাকায় একটি ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় সিএনজি চালক মোত্তালেব হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।