মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:৪০ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন গাইবান্ধায় ও তিনজন জেলার বাহিরের হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। জেলা সিভিল সার্জন বলেন এদের কেউ স্থানীয়ভাবে আক্রান্ত হননি। এদিকে ডেঙ্গু জ্বরের ভয়ে সামান্য সর্দি-জ্বর, কাশি আক্রান্ত রোগীরাও গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভিড় করছেন। ফলে দুইশ শয্যার হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় ওয়ার্ডের মেঝেতে ও করিডরে অবস্থান করে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসা নিচ্ছেন। গাইবান্ধার সিভিল সার্জন আবু হানিফ লেন আক্রান্ত ১৮ জন ঢাকায় লেখাপড়া, চাকরি কিংবা বেড়াতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গাইবান্ধায় এসে চিকিৎসা নেন। এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি।