মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:০৮ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গত ১৪ আগস্ট বুধবার দুপুর দেড়টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন টিএল পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে সীমান্তএক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে উপজেলার মহেশপুর এলাকায় বাস দু’টি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টিএল পরিবহনের বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে উভয় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের অধিকাংশই টিল পরিবহনের যাত্রী। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রতন শর্মা বলেন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শাকিল (২০) ও রহিদুলের (১৯) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।