শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১৯ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা মন্ডপে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর কামারপাড়া গ্রামে রণজিৎ চন্দ্র কর্মকারের বাড়ি সংলগ্ন দুর্গাপূজা মন্ডপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ দিন বিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হল- ভবানীপুর কামারপাড়া গ্রামের আব্দুল আউয়াল, আব্দুল মান্নান, কাজী মোঃ আশরাফুল আলম ও মৌলভী মোঃ মাসুদ রানা। রনজিৎ চন্দ্র কর্মকার বলেন দীর্ঘদিন ধরে তার সঙ্গে একই গ্রামের আব্দুল আউয়াল ও আব্দুল মান্নানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এরই জের ধরে গত শনিবার প্রকাশ্য দিবালোকে লাঠিসোটা এবং ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল আউয়াল ও আব্দুল মান্নানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়ি সংলগ্ন দুর্গা পূজা মন্ডপ ও তার বাড়িঘরে হামলা করে। তারা মন্ডপের শিব, লক্ষ্মী, সরস্বতীর মূর্তি ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। গাইবান্ধা সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার বলেন এ ঘটনায় রণজিৎ চন্দ্র কর্মকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর পরই ৪ জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত আছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।