বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী দ্বি-পক্ষীয় ক্রিকেট সিরিজ। হিমালয় কন্যা নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি ও গাইবান্ধার ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির মধ্যে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। গত ২১ অক্টোবর সোমবার টি-টুয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি ১১৬ রান করে সবকটি উইকেট হারায়। জবাবে গাইবান্ধার ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ৫ উইকেট হারিয়ে ১১৭ রান করে জয় তুলে নেয়। খেলায় ৪২ বলে ৪১ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ট্যালেন্ট হান্টের শিপন। পরে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন গাইবান্ধার পৌরসভার প্যানেল মেয়র মতলুবর রহমান। এ সময় ট্যালেন্ট হান্ট ও নেক্সাস ক্রিকেট একাডেমির সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে টানা দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি। একটি ওয়ানডে খেলে টি-টুয়েন্টি সিরিজের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।