মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:১৩ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইয়াবাসহ ১৮ মামলার আসামি আল আমিন ওরফে আলালকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের নজলার রহমানের পুত্র। ৩ নভেম্বর রবিবার সকালে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান এ তথ্য জানান। গত ২ নভেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন ১৮ মামলার আসামি আল আমিনকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার সাকেয়া ব্রিজ এলাকায় অন্য মাদক কারবারিদের ধরতে গেলে তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশ আতœরক্ষার্থে গুলি করলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে আসামি আল আমীন গুলিবিদ্ধ হয় এবং নজরুল ইসলাম ও রবিউল ইসলাম নামে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় তাদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আল আমিনের বিরুদ্ধে ১৩টি মাদক মামলা, চারটি ডাকাতি, একটি চুরিসহ মোট ১৮টি মামলা রয়েছে।