রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২০ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর সরকারতারি গ্রামে বিদ্যুৎ¯পৃষ্টে নিখিত চন্দ্র মহন্ত (৩৪) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নিখিল চন্দ্র মহন্ত সদর উপজেলার সরকারতারি গ্রামে নিরভ চন্দ্র মহন্তের পুত্র। তিনি পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন। গত ১৮ আগস্ট রবিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায় নিখিল চন্দ্র রবিবার বিকালে প্রতিবেশী মকবুল হোসেনের বাড়িতে বিদ্যুতের লাইনের সংষ্কারের কাজ করছিলেন। এ সময় অসাবধানতায় তিনি হঠাৎ বিদ্যুৎ¯পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।