বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে পৌরসভার শহীদ মিনার চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল আলম হীরু, কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক মাহমুদা বেগম ক্রিক, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। কিন্তু ষড়যন্ত্রকারীরা নানাভাবে উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্ছার থাকতে হবে।