রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:৫৩ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দীপু চন্দ বিশ্বাস (৩২), নাজরুল ইসলাম (৪৫) ও বাবু (৪৪) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ২৪ নভেম্বর রবিবার সকালে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানএ তথ্য জানান। গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ দীপু চন্দ বিশ্বাস নামের এক গাঁজা কারবারিকে আটক করা। তিনি উপজেলার কুঠিবাড়ী গ্রামের জিতু চন্দ্র বিশ্বাসের ছেলে। দীপু চন্দ্র দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়াও গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালীয়া গ্রাম থেকে তিন বোতল ফেন্সিডিলসহ নাজরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। নাজরুল উপজেলার বুজরুক বোয়ালীয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। অপরদিকে সাঘাটা উপজেলার থেকে বাবু নামে এক গাঁজা কারবারিকে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। বাবু উপজেলার রামনগর গ্রামের সামছ উদ্দীনের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।