বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:৫২ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ফলক উন্মোচন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় গাইবান্ধা পি.কে বিশ্বাস রোডস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ফলক উন্মোচনের মধ্যদিয়ে শুরু দিবসটি পালনের কার্যক্রম শুরু করা হয়। সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পু®পার্ঘ্য অর্পণ, কোরআন তেলওয়াত ও গীতাপাঠ এবং নিরাবতা পালন করা হয়। জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন। মাহবুব আরা বেগম গিনি ফলক উন্মোচন করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও সুধীজনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।