সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:০৪ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাতাসে জলীয় বা®েপর পরিমাণ ক্রমাগত কমতে থাকা এবং সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা কাছাকাছি আসায় গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের এবার স্বাভাবিক সময়ের আগেই শুরু হয়েছে শীত। দেখা দিয়েছে ঠান্ডার পদধ্বনি। সন্ধ্যার পরপরই কুয়াশার চাদরে বন্দী হয়ে যায় বিস্তীর্ণ জনপদ। আবহাওয়াবিদরা বলছেন, চলমান আবহাওয়ার পরিবর্তন না ঘটলে এবার শীতের তীব্রতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। এমন পরিস্থিতে এই অঞ্চলের পৌনে এক কোটি হতদরিদ্র মানুষ চরম দুর্ভোগের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কার্তিক মাসের শুরু থেকেই এই অঞ্চলে ক্রমাগতই কাছাকাছি আসছে সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা। কমছে বাতসে জলীয় বা®েপর পরিমাণও। এতে বাড়ছে আর্দ্রতার শতকরা হার। সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা কাছাকাছি আসায় এবং সন্ধ্যায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় এবার আগেই এই অঞ্চলে শীতে এসেছে। সাধারণত অগ্রহায়ণ মাসের তৃতীয় সপ্তাহে এই অঞ্চলে শীত পড়তে শুরু করে। এবার কার্তিক মাসের তৃতীয় সপ্তাহেই শীত এসেছে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলে। এবার এই অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় অনেক কম। আবহাওয়ার এই অবস্থার উন্নতি না হলে এবার তীব্রতর শীত পড়বে। যার পদধ্বনি ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। শীতের তীব্রতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।