শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৪৫ পূর্বাহ্ন
রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আর নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।