সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:১৪ অপরাহ্ন
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে আরেক আরোহী। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরোহীর নাম শাহাবুদ্দিন সেখ (২০) ও আহতের নাম শাহিন হোসেন (২০)। তারা পরস্পর ঘনিষ্ট বন্ধু ছিলেন। নিহত শাহাবুদ্দিন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চরকুশা বাড়ি গ্রামের রেজাউল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে কাছিকাটা থেকে মোটরসাইকেল যোগে তারা উভয়ে সিরাজগঞ্জের তাড়াশ যাচ্ছিলো। পথে টোলপ্লাজা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ-১৪-১৮০১) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।