বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১১:৩৬ অপরাহ্ন
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মো. রাজিবুল আহসান, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে নাটোরের গুরুদাসপুরের বড়গঙ্গারামপুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মানিক প্রামনিক (৩৮)কে আটক করেছে। মানিক বড়গঙ্গারামপুর বটতলা গ্রামের বাবু প্রামানিকের ছেলে।
র্যাবের এএসপি মো. রাজিবুল আহসান জানান, মানিককে ৩৬৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে-নাতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলো বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করেছে। র্যাব এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইল ফোনও জব্দ করে। এ বিষয়ে মানিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।