রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১২:২২ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার তিন উপজেলায় নতুন করে তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলাগুলি হলো- রাঙ্গুনিয়া, সন্দ্বীপ ও চন্দনাইশ। এর মধ্যে রাঙ্গুনিয়া ও সন্দ্বীপে প্রথম করোনা শনাক্ত হলো।
শনিবার (২ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রামের বিশেষায়িত বিআইটিআইডি হাসপাতালে ১৬৭টি নমুনা পরীক্ষায় ওই তিন জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
সিভিল সার্জন জানান, চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। রাত ১০টায় প্রাপ্ত ফলাফলে তিনটি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে রাঙ্গুনিয়া এবং চন্দনাইশ উপজেলায় দুজন নারী এবং সন্দ্বীপ উপজেলায় একজন পুরুষের করোনা শনাক্ত হয়েছে।