শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৫৯ পূর্বাহ্ন
মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে আগুনে পুড়ে যাওয়া বসত ঘরের অসহায় ১টি পরিবারকে নগদ অর্থ ও নতুন ঘর নির্মান সামগ্রী প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ ৯ হাজার টাকা, ৩ বাইন্ড টিন ও ১০টি কম্বল প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.লায়লা বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২৫ নভেম্বর সোমবার সন্ধায় রান্নাঘরের আগুনে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের হাজীপাড়ার কৃষক আনিসুর রহমানের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।