বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:৩১ অপরাহ্ন
মোহাম্মাদ মানিক হোসেনচিরিরবন্দর(দিনাজপুর):
বর্নাঢ্য র্যালী ও আলোচনাসভারমধ্য দিয়েদিনাজপুরেরচিরিরবন্দরে কমিউনিটিপুলিশিং ডে-২০১৯ উদযাপনহয়েছে।
গতকালশনিবারসকাল ১০ টায়উপজেলা থানাচত্বর থেকে চিরিরবন্দর অফিসারইনচার্জ পিপিএমমাহবুবুররহমানসরকারের নেতৃত্বে একটিবর্ণাঢ্য র্যালীউপজেলারপ্রধানপ্রধানসড়কপ্রদক্ষিনকরে।
র্যালিতেকমিউনিটিপুলিশিংচিরিরবন্দর উপজেলাশাখার সদস্য,জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীলসমাজেরপ্রতিনিধিরাঅংশ নেয়। র্যালী শেষেউপজেলা থানা চত্বরে পুলিশের সঙ্গে কাজকরি, মাদক জঙ্গী সন্ত্রানমুক্ত দেশ গড়িপ্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনাসভাঅনুষ্ঠিতহয়।
চিরিরবন্দর থানারইনচার্জ পিপিএমমাহবুবুররহমানসরকারএরসভাপতিত্বে বক্তব্যরাখেন উপজেলাভাইস চেয়ারমম্যান জোতিষ চন্দ্র রায়,উপজেলাআওয়ামীলীগেরসভাপতি ও কমিউনিটিপুলিশিংএরআহবাহকআইয়ুবুররহমানশাহ্, সাংবাদিকফজলুররহমান,রোমানসরকার,বিভিন্নইউনিয়নেরইউপি চেয়ারম্যানবৃন্দসহপ্রমূখ।
আলোচনাসভায় বক্তারা উপজেলারআইনশৃংখলা স্বাভাবিকরাখতেসকলকমিউনিটিপুলিশিংকমিটিরসদস্যদের সহযোগিতাকামনাকরেন। র্যালী ও সমাবেশেউপজেলার ৪ শতাধিককমিউনিটিপুলিশিংকমিটিরসদস্যসহসাংবাদিক,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।