সেলিম মাহবুবঃছাতক
ছাতকে আগাম বন্যার হাত থেকে বোরো ফসল রক্ষায় বেরীবাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি) গঠনে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিস্থ ডুবন্ত বাধ মেরামতের জন্য স্কীম প্রস্তুত ও বাঁধ মেরামত কাজের উদ্বোধন করা হয়। সোমবার বিকেলে উপজেলা কাবিটা স্কীম প্রস্তুত ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলার জাউয়া ইউনিয়নের লক্ষমসোম কান্দি-টেকরহাওর থেকে সাদারাই পর্যন্ত ডুবন্ত বাধ মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাপশ শীল। এসময় ছাতকে দায়িত্বরত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী খালিদ হাসান, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির কৃষক প্রতিনিধি, আওয়ামীলীগ নেতা আসক উদ্দীন, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল কদ্দুছ সুমন, আঙ্গুর মিয়া, আব্দুল হক, আব্দুন নূর, এসএম মাহমুদ, ইউপি সদস্যা মমতাজ বেগম, সাবেক মেম্বার কাজী ফয়ছল, উপজেলা যুবলীগ নেতা লিমন মিয়া, নুরুজ্জামান,একটি বাড়ি একটি খামার প্রকল্পের মিসবাহ আহমদ, আটগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল মামুন শাহীন, স্থানীয় মকদ্দুছ খান, আব্দুল গফফার, সৈয়দ রুহুল আমিন, নুরুজ আলী, মুজমুল খান, রাশিদ আলী, ফারুক মিয়া, মিরাশ খাঁ, মবশ্বির আলীসহ বাধ তীরবর্তী এলাকার লোকজন উপস্থিত ছিলেন।##