শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক: রাজধানীর ওয়ারীতে মহান বিজয় দিবস উপলক্ষে ওয়ারীর কৃতি সন্তান ওয়ারী থানা ছাত্রলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাদ বিন বকর এর আয়োজনে বিভিন্ন এলাকায় গতকাল সবাই বিজয় উৎসবে মেতে উঠে।
প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন ধরনের পুরুষ্কার বিতরণ করেন। স্থানীয়দের সাথে কথা বলে প্রতিবেদক আজ এতথ্য নিশ্চিত করেন।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ বিন বকর বলেন, শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগীতা আয়োজন করা হয়। প্রতিযোগিদের মাঝে পুরস্কারের ব্যবস্থা করতে পেরে আমার ভালো লাগছে।
বঙ্গবন্ধুর আর্দশ বুকে লালন করে সমাজে মানবিক কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে সর্বদা চেষ্টা করে যাচ্ছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে শিশু-কিশোরদের মাঝে মহান বিজয় দিবসের আনন্দ কিছুটা হলেও দিতে পেরে আমি আনন্দিত।