মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:১১ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমির লোভে তিন ছেলের বিরুদ্ধে ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধ বাবাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃদ্ধ বাবা সামাদ মিয়া (৭০) পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত তৈয়ব খোরার ছেলে। তার দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর ৩ ছেলে ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ৪ মেয়ে ১ ছেলে। জানা যায়, গত ২১ নভেম্বর বৃহ¯পতিবার সকাল ১০টার দিকে জমিতে কাজ করছিল বৃদ্ধ পিতা সামাদ মিয়া। এ সময় সামাদ মিয়ার প্রথম স্ত্রী মৃত মমতাজের তিন ছেলে মোখলেছ, মৌবার ও মাজেদুল মিয়া পিতা সামাদ মিয়াকে হত্যার উদ্দেশ্যে জমিতে গিয়ে কৃষি যন্ত্র পাসুন দিয়ে মারধর করে। এতে তার মাথা, ঘাড়, মুখ, চোখ ও শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত ২৩ নভেম্বর শনিবার তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সামাদ মিয়ার বসতবাড়িসহ প্রায় ১২ বিঘা জমি রয়েছে। কাউকে জমি লিখে না দিলেও প্রত্যেকেই নিজেদের মতো করে চাষাবাদ করে আসছিলেন সামাদ মিয়াসহ দুই স্ত্রীর সন্তানেরা। কিন্তু বেশ কিছুদিন হলো এসব জমিজমা নিয়ে প্রথম স্ত্রীর তিন ছেলে গালিগালাজ করাসহ নানাভাবে বাবা সমাদ মিয়া ও দ্বিতীয় স্ত্রী সন্তানদের হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সন্তানরা এমন নির্মম, ঘৃণ্য ও বর্বরোচিত এই নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বৃদ্ধ বাবার পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।