শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:৪৬ অপরাহ্ন
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় থেকে :
অবশেষে ছেলে সন্তানের বাবা হলেন মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ সইফুজ্জামান বিপ্লব। নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে আজ সোমবার নিজেই এ খুশির খবর দেন তিনি।
ডা. মোঃ সইফুজ্জামান বিপ্লব জানিয়েছেন, আজ সোমবার বিকাল ৪ঘটিকার সময় ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। তার ছেলে ও স্ত্রী দু’জনেই সুস্থ আছেন। তবে চিকিৎসক ২৪ ঘণ্টা তাদের পর্যবেক্ষণে রাখতে বলেছেন। ডা. মোঃ সইফুজ্জামান বিপ্লব সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, ডা. মোঃ সইফুজ্জামান বিপ্লব ও ডা: তিশাত ইয়ামিন মেডিকেল অফিসার ২রা মার্চ ২০১৮ইং তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ জুটি।