মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:৪২ অপরাহ্ন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের তেঁতুলতলা থেকে একটি র্যালি বের হয়ে তা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তেঁতুল তলার উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, মডেল থানার ওসি জহুরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহাদত হোসেন রঞ্জু প্রমূখ। এ সময় বক্তারা মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, ড্রেজার, দুর্নীতি ও সন্ত্রাসের মতো সামাজিক অবক্ষয় রোধে জাগ্রত তেঁতুলিয়ার স্বেচ্ছাসেবী তরুণদের ভূয়সী প্রশংসা করে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতি পরিবেশনা পরিবেশিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ভালো ভালো কাজে অংশ নিতে ইচ্ছুক এবং সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে ইচ্ছুক; এমন তরুণদের অগ্রাধিকার ভিত্তিতে চায় এই সংগঠন। এই সংগঠনের উদ্যোগে শিগগিরই তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়ন, কলেজ ও প্রধান প্রধান এলাকায় বিভিন্ন কমিটি গঠন হবে। আগ্রহীদের জাগ্রত তেঁতুলিয়ার ফেসবুক গ্রুপের https://www.facebook.