মুন্সী মেহেদী হাসান, সাভার প্রতিনিধি :
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলার নব নিযুক্ত পুলিশ সুপার ।
সোমবার বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
নব নিযুক্ত পুলিশ সুপার ( ঢাকা জেলা) মো: মারুফ হোসেন সরদার বলেন, জনগনের প্রত্যাশা পূরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মাদকের বিরুদ্ধে লড়াই করে যাওয়াই আমার প্রথম এবং শেষ চ্যালেঞ্জ। মাদক হচ্ছে জাতীয় শত্রু কাজেই মাদক ব্যবসা নির্মূলে আমরা একযোগে কাজ করবো। এছাড়াও আপনাদের মাধ্যমে একটি ম্যাসেজ ছড়িয়ে দিতে চাই, সকল দুষ্কৃতকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গীবাদী, ও সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ এখনি দেশ ছেড়ে পালান, আর না হলে ভালো হয়ে যান এবং যাহারা ভালো মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল তাদের জন্য সুসংবাদ আপনাদের সেবা দিতে সব সময় পাশে থাকবে ঢাকা জেলা পুলিশ।
এছাড়াও ঢাকা জেলা পুলিশের সুনাম অব্যাহত রাখার জন্য সচেষ্ট থাকবেন বলেও জানান ঢাকা জেলার নতুন ( পুলিশ সুপার) এসপি।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সায়েদুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদ আহমেদ, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ও ঢাকা উত্তরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন। ।
উল্লেখ্য: গত ১৮ই আগস্ট ঢাকা জেলার এসপি শাহ মিজান শাফিউর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন। দুই সপ্তাহের মাথায় মারুফ হোসেন সরদারকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। এর আগে মারুফ হোসেন সরদার মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দায়িত্ব পালন করেছেন।