রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৭ পূর্বাহ্ন
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)তে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় বহিরাগত দুজনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা আটক করেছে। শুক্রবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল লেকের পাশে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়। আটক দুজনের একজন হলেন কবি নজরুল কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাকিব শিকদার। অন্যজন হলেন মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান সুদীপ্ত শাহিন বলেন, আমরা অসামাজিক কাজে লিপ্ত থাকার তথ্য পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে জানান তারা বিবাহিত। পরে তাদের পরিবারের কাছে খোঁজ নিয়ে জানতে পারি তারা বিবাহিত না।
তিনি আরো বলেন, এ সময় আটককৃত শাকিব তার বাবাকে ফোন করে বলেন ফোর্স পাঠিয়ে আমাদের তুলে নিয়ে যেতে। পরে তাদেরকে নিরাপত্তা অফিসে নিয়ে আসা হয় এবং পরিবারের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।
অভিযোগ সম্পর্কে আটককৃতদের কাছে জানতে চাইলে তারা বলেন অভিযোগ সত্য। তারা বিবাহিত কিনা এ বিষয়ে জানতেচাইলে বলেন আমরা তখন মিথ্যা বলেছিলাম।