jahir
- ২৯ অক্টোবর, ২০১৯ / ৪৫ জন দেখেছেন
মামুনুর রশিদ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ভিসির অপসারণ চেয়ে সকল একাডেমিক ও প্রশাসনিকভবন অবরোধ করেছেন শিক্ষক-শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলো এবং নতুন ও পুরাতন প্রশাসনিকভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে অবস্থান নিয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন তারা। এ অবস্থানধর্মঘট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এর আগে গত দুইদিন বৃহস্পতিবার ও রবিবার নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে অবস্থান নেন তারা। আরসোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনেও অবস্থান নেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে তারা। এ অবস্থান ধর্মঘট চলে বিকাল ৪টা পর্যন্ত। এতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রমসহ সকল ধরনের দাফতরিককার্যক্রম
প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের টাকা ছাত্রলীগকে ভাগবাটোয়ারা করে দেওয়ার দায়ে তার অপসারন চেয়েআন্দোলন করে আসছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে একদল শিক্ষক-শিক্ষার্থীরা।