জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ভিসির অপসারণ চেয়ে সকল একাডেমিক ও প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষক-শিক্ষার্থী।
সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধেজাহাঙ্গীরনগর’ ব্যানারে অবস্থান ধর্মঘট করছেন তারা। এ অবস্থান ধর্মঘট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ধর্মঘট চলাকালীন নতুন কলা ভবনের সামনে আন্দোলনকারীদের সাথে শিক্ষকদের একাডেমিক ভবনে প্রবেশ করা নিয়েদীর্ঘ সময় বাকবিতন্ডা চলে। শিক্ষকরা ক্লাসে ছাত্রদের প্রবেশের জন্য বলেন। এসময় শিক্ষকরা আন্দোলনকারীদের সাথেধস্তাধস্তিও করেন।
এসময় শিক্ষর্থীরা শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন শিক্ষকরা নিয়মিত ক্লাস নেয়না, পরীক্ষার ফলাফল প্রকাশ করে না।এখন তারা আমাদের নৈতিক দাবিতে আন্দোলনের প্রত্যক্ষ বিরোধিতা করেছেন।
এসময় ইতিহাস বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় কিছু শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারলেও অধিকাংশপরীক্ষার্থী বাহিরে থাকায় ইতিহাস বিভাগের চেয়ারম্যান বাকিদের নিয়ে তিনি শহিদ মিনারে পরীক্ষায় বসেন।
পরীক্ষার্থীদের মতামত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আমরা এভাবে পরীক্ষা দিতে চাইনি, আমাদের এই নৈতিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করা উচিত ছিলো।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আরিফা সুলতানা বলেন, আমরা অনেক আগেই পরীক্ষার শিডিউল ঘোষণাকরেছি। আজকের পরীক্ষা যদি না নিতে পারি তাহলে শিক্ষার্থীদের এই পরীক্ষা ছাড়াই তাদের ফাইনাল পরীক্ষায় বসতেহবে। এজন্য আমি তাদের নিয়ে এখানে পরীক্ষায় বসছি। এমন না যে আন্দোলনকে প্রতিহত করতে আমি শিক্ষার্থীদের নিয়েএখানে পরীক্ষা নিতে আসছি।
এর আগে গত দুইদিন বৃহস্পতিবার ও রবিবার নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে অবস্থান নেন তারা। এতেকর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে না পারায় স্থবির ছিল সব ধরনের দাফতরিক কার্যক্রম।
প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের টাকা ছাত্রলীগকে ভাগবাটোয়ারা করে দেওয়ার দায়ে তার অপসারন চেয়েআন্দোলন করে আসছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে একদল শিক্ষক-শিক্ষার্থীরা।