সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৫:৫৮ পূর্বাহ্ন
মামুনুর রশিদ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) এক জরুরী সভায় কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ফরহাদ হোসেন সাবেক প্রো-ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন আলী আকবর সহকারী অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। মোঃ মনির শিকদার সহযোগী অধ্যাপক লোকপ্রশাসন বিভাগ।
কমিটিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের ৪৩ ব্যাচের এইচ এম নাঈম ইসলামকে সভাপতি ও চারুকলা বিভাগের ৪৪ ব্যাচের এস এম শাকিলকে সাধারণ সম্পাদক ও নৃবিজ্ঞান বিভাগ ৪৬ ব্যাচের কে এম ইমামকে দপ্তর সম্পাদক করে ৩৬ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লতিফুর রহমান, আনিকা বুশরা। যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান যুবায়ের, শামসুল আলম সীমান্ত। সাংগঠনিক সম্পাদক পার্থ পিকো, অভিজিৎ বিশ্বাস, নুসরাত মৌ। কোষাধ্যক্ষ ছগীর মাহমুদ। প্রচার সম্পাদক শেখ নাহিয়ান রাজু। উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। উপ-দপ্তর সম্পাদক আবির মাহমুদ খবির। শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক তাবাসসুম হেরা। উপ-শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল জলিল। গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম। উপ-গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফ হাসান। ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নুসরাত জাহান উর্মি, শাকিল হাসান। সাংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জ্বল আহমেদ সমীর। উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান। তথ্য বিষয়ক সম্পাদক আহমেদ সুজন। উপ-তথ্য বিষয়ক সম্পাদক অপূর্ব বৈদ্য। কমিটির কার্যকরী সদস্যরা হলেন, তৌহিদুর রহমান, আমিনুর রহমান শাওন, ইসরাত ইশা, আনিকা জাহান অনন্যা, লিয়া রহমান, মেজবাহ রহমান, রুপা সাহা, আনান, শুকুর আলী, তরিকুল ইসলাম মুন্না এবং তাজরিয়ান।
উল্লেখ্য, জেলা কল্যাণ সমিতিগুলো নিজ নিজ জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, বিভিন্ন বিষয়ের সহযোগিতা পেয়ে থাকে এর মাধ্যমে। তাছাড়া ভর্তি পরীক্ষার সময় জেলা থেকে আগত শিক্ষার্থীরা যেনো পরীক্ষা দিতে এসে কোন দুর্ভোগ না পায় সেজন্য তারা শিক্ষার্থীদের থাকা খাওয়াসহ ভর্তি পরীক্ষায় সব ধরনের সহযোগিতা করে থাকে।