মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন
জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য ড. ফারজানা ইসলামকে কালো পতাকা প্রদর্শন করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে’ আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ (রবিবার) দুপুর ১ টার সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ভিসিকে জাহাঙ্গীরনগরের শিক্ষক-শিক্ষার্থীরা আর গ্রহণ করবে না। উপাচার্যকে আমরা ওয়ালাইকুম আসসালাম জানিয়ে দিয়েছি। তিনি যদি সম্মানের সাথে নিজ ইচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা তাকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হবে। আগামীকাল (সোমবার) একই সময় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচী পালন করবে আন্দোলকারীরা। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ক্যাম্পাসে চলমান আন্দোলন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কে পদত্যাগের দাবি জানিয়ে ভর্তি পরীক্ষার হলে প্রবেশে অবাঞ্চিত ঘোষণা করেছে আন্দোলনকারীরা। প্রথম দিনের ভর্তি পরীক্ষা চলাকালীন কোন হলে প্রবেশ করতে দেখা যায়নি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে।
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ (এ ইউনিটে) পরীক্ষার মাধ্যমে শুরু হয় জাবির এবারের ভর্তি পরীক্ষা। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয় প্রথম দিনের ‘এ’ ইউনিটের পরীক্ষা। ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ৮৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী লড়াই করছেন। এ ইউনিটের বাকিদের এবং এইচ ইউনিটের পরীক্ষা আগামীকাল (সোমবার) আনুষ্ঠিত হবে।
১০ টি ইউনিটে অধীনে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউটে ১৮৮৯ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৩ লাখ ৬০ হাজার জন ভর্তিচ্ছু। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত।