শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:২৬ পূর্বাহ্ন
মামুনুর রশিদ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিন্ধান্তনিতে বুধবার বিকেলে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় জরুরী সিন্ডিকেট সভার পর জানানো হয় হলসমূহ ০৫ তারিখ সকাল দশটাথেকে খুলে দেওয়া হবে এবং একাডেমিক কার্যক্রম ০৮ তারিখ থেকে সচল হবে। বুধবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগঅফিস থেকে পাঠানো এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভারসিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ভ্যাকেন্ট ঘোষণা করা হয়।