শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:০৯ অপরাহ্ন
জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে অফিসের এক নারীকর্মীর অন্তরঙ্গ মুহূর্তের ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিওটির তদন্ত করবে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখছেন।
অফিস খুললে বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করবে মাঠ প্রশাসনের দেখভালের দায়িত্ব থাকা মন্ত্রিপরিষদ বিভাগ।
শনিবার (২৪ আগস্ট) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফফার খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
বিষয়টি সম্পর্কে অবগত আছেন জানিয়ে শফিউল আলম বলেন, “বিষয়টি আমরা দেখছি,’ জানিয়ে তিনি বলেন, ‘দু-এক দিনের মধ্যে এটি সমাধান হবে।”
এ বিষয়ে অতিরিক্ত সচিব গাফফার খান জানান যে তারা প্রাথমিক তদন্ত শুরু করেছেন এবং ভাইরাল হওয়া ভিডিওটি পরীক্ষা করে দেখছেন।
“বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। আগামীকাল (রোববার) একটি তদন্ত কমিটি গঠন করা হবে,” বলেন গাফফার খান।