মোঃ ইমরান মাহমুদ, জামালপুর :
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে)
বিকেলে কালবৈশাখী ঝড়ে শহরের সিভিল সার্জন অফিফের সামনে ইজিবাইকের উপর গাছ পড়ে ঘটনা স্থলেই চালকের মৃত্যু হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে লাশ উদ্ধার করেন।
জানা যায়, নিহত ইজিবাইক চালক আব্দুল মান্নান (৫০) শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন জানান, ঝড়ে রাস্তার পাশের একটি পুরাতন গাছ ভেঙ্গে ইজিবাইকের উপর পড়ে। এতে গাছচাপা পড়ে ঘটনাস্থলেই ওই ইজিবাইক চালকের মৃত্যু হয়।