মোঃ ইমরান মাহমুদ, জামালপুর :
জামালপুর দেওয়ানগঞ্জ যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে আল আমিন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি চুকাইবাড়ী ইউনিয়নের চর হলকা। পিতার নাম জয়নাল আবেদিন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ১০ মে রবিবার বন্ধুদের সাথে ফুটানিবাজার ঘাটে গোসল করতে গেলে আকস্মিক গভীর পানিতে তলিয়ে যায়। সাথের বন্ধুরা ফিরে আসলেও সে আর আসেনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম খানের প্রচেষ্টায় গত রাতে কয়েকবার ডুবুরিদল উদ্ধারচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আজ সকাল ৮টার দিকে জামালপুর থেকে আগত ৪ সদস্যর ডুবুরিদল টানা দুই ঘণ্টা অনুসন্ধান চালিয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে।
সবার ধারণা, সাঁতার না জানার কারণে ডুবে যেতে পারে সে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, আজ সকালে লাশ উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম খান এবং স্থানীয় মেম্বার ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।