শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি \ জামালপুরে পুলিশ,চিকিৎসক,সাংবাদিক সহ আরো ৬জন আক্রান্ত হয়েছে। এনিয়ে করোনা আক্রান্তে সংখ্যা দাড়ালো ২১জনে। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, ২১ এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা ফলাফলে ছয়জনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে জামালপুর সদর হাসপাতালের একজন করে আরএমও (৫৪), ব্রাদার (৫০), ওয়ার্ডবয় (৪০) ও বাবুর্চি (৩৫) রয়েছেন। এছাড়া বাকি দু’জনের মধ্যে একজন এএসপি (৪৮) এবং ঢাকার একটি অনলাইন নিউজপোর্টালের স্থানীয় সাংবাদিক (৩০) করোনায় আক্রান্ত হয়েছেন।
জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৪ জন, একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাংবাদিকের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রামণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৩২ জন। এছাড়াও আইসোলেশনে থাকা একজনের দ্বিতীয়বার নমুনা পরীক্ষায়ও করোনা পজেটিভ এসেছে একই দিনে।
উল্লেখ্য যে, জামালপুরে আক্রান্ত ৩২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রামণ শনাক্ত হলো। এদের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে। এছাড়াও দেওয়াগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।